বাঁকুড়া, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সোমবার ১০ হাজার কিউসেক জল ছাড়া হল মুকুটমণিপুর জলাধার থেকে। টানা বৃষ্টির জেরেই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কংসাবতীর নিম্ন অববাহিকা বানভাসি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
বেলা ১১টা নাগাদ কংসাবতী জলাধার থেকে দশ হাজার কিউসেক জল ছাড়া হয়। বৃষ্টির পরিমাণ দেখেই দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে, এমনটাই জানিয়েছেন মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ।
কংসাবতী সেচ দফতরের অধীনে মুকুটমণিপুর জলাধারে জল ধারণ ক্ষমতা ৪৩৪ ফুট। এর মধ্যে দু’দিনের টানা বর্ষণে ৪৩৩.৮০ ফুট উচ্চতায় জল রয়েছে জলাধারে।