বরপেটা (অসম), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : বাড়িতে অসুস্থ মাকে প্রণাম করে, তাঁর আশীর্বাদ নিয়ে ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজাম’ (এডিআরই) দিতে গিয়েছিল দুই পুত্র-কন্যা যথাক্রমে বিশ্বজিৎ দাস এবং বৰ্ণালী দাস নামের ভাই-বোন। নিয়োগ-পরীক্ষা দিতে যাওয়ার পর মৃত্যু হয়েছে মায়ের। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের বাতাবরণ সৃষ্টি হয়েছে।
শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে বরপেটার ১ নম্বর গলিয়াহাটিতে৷ আজ রবিবার সকাল প্রায় সাতটায় দুই ভাই-বোন বিশ্বজিৎ এবং বৰ্ণালী অসুস্থ মাকে প্ৰণাম করে তাঁর আশীর্বাদ মাথায় নিয়ে এডিআরই-এর পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছিল পাঠশালার উদ্দেশ্যে। প্রসঙ্গত, তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল পাঠশালায়।
পরীক্ষা দিতে যাওয়ার পর তাদের মা প্রয়াত হন। মায়ের মৃত্যু সংবাদ দেননি তাদের বাবা৷ পরীক্ষা দিয়ে অপরাহ্নে বাড়ি ফিরে মায়ের নশ্বরদেহ ঘরের দাওয়ায় দেখে গগনভেদী চিৎকার দিয়ে তাঁরা মরদেহের ওপর আছড়ে পড়ে। এ দৃশ্য দেখে উপস্থিত গ্রামের মানুষ চোখের জল ধরে রাখতে পারেননি। এ ঘটনায় গোটা গ্রামকে শোকবিহ্বল করে ফেলেছে৷