নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ৫৭ তম ইঞ্জিনিয়ারস দিবস পালন করা হয় আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্স দপ্তরে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সচিব কিরণ গিত্যে নিজের ছাত্রজীবনে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন স্বাস্থ্য তত্ত্বের সচিব হওয়ার সূত্রে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি একসময় ভুলেই যান তিনি একজন ইঞ্জিনিয়ার। তাই এই ইঞ্জিনিয়ার দিবসের দিনটি তিনি খুবই উপভোগ করেন। এছাড়াও এদিন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় নিজের ছাত্র জীবন এবং ইঞ্জিনিয়ারিং পড়ার অনুপ্রেরণা সম্পর্কে আলোচনা করেন তিনি।
পাশাপাশি তিনি বলেন, ইঞ্জিনিয়ারদের নিজে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সকল সমস্যা কাটিয়ে ইঞ্জিনিয়াররা যেন সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেন তার জন্য প্রত্যেককে অনুপ্রেরণা যোগান তিনি।