BRAKING NEWS

আসামে জাতীয় ফুটবলে হরিয়ানার কাছে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন অধরা ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচেই পরাজিত ত্রিপুরা। শক্তিশালী হরিয়ানার কাছে। যে হরিয়ানা প্রথম ম্যাচে আন্দামান-নিকোবরকে আট গোলে হারিয়ে গ্রুপ লীগের তালিকায় শীর্ষে অবস্থান করছিল, সেই হরিয়ানা আজ, শনিবার ত্রিপুরাকে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে নিজেদের পথ অনেকটা প্রশস্ত করে নিয়েছে। জাতীয় সাব জুনিয়র ফুটবলে চন্ডিগড়কে আট-এক গোলে হারিয়ে কিছুটা আশার আলো দেখিয়েছিল, কিন্তু আজ, শনিবার দ্বিতীয় ম্যাচে পাঁচ গোলে পরাজয় গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি অনেকটা অধরা করে তুলেছে। পরবর্তী ম্যাচ রয়েছে ১৬ সেপ্টেম্বর আন্দামান-নিকোবর এর সঙ্গে। আশা করা হচ্ছে আন্দামান নিকোবরকে হারিয়ে ত্রিপুরা দল গ্রুপ রানার্সের স্বীকৃতি পেতে পারে। কেননা আন্দামান নিকোবর ইতোমধ্যে পরপর দুই ম্যাচে যথাক্রমে হরিয়ানার কাছে শুন্য-আট গোলে এবং আজ, শনিবার দ্বিতীয় ম্যাচে চন্ডিগড় এর কাছে তিন-চার গোলে হেরে অনেকটা পিছিয়ে পড়েছে। প্রথম ম্যাচে ত্রিপুরার কাছে পরাজিত দল চন্ডিগড় আজ শনিবার দ্বিতীয় ম্যাচে আন্দামান-নিকোবরকে চার-তিন গোলে হারালেও পয়েন্ট তালিকায় প্রাপ্ত পয়েন্ট ও গোল ব্যবধানের নিরিখে ত্রিপুরা রয়েছে দ্বিতীয় শীর্ষ স্থানে। উল্লেখ্য, আসামের জোরহাটে আয়োজিত অনূর্ধ্ব ১৫ জাতীয় জুনিয়র ফুটবল আসরে ত্রিপুরা আজ হরিয়ানার কাছে প্রথমার্ধে চার গোল হজম করে কিছুটা পিছিয়ে পড়েছিল। শেষার্ধে আরও একটি গোল ত্রিপুরার জন্য নিশ্চিত পরাজয় এর স্বাদ এনে দেয়। হরিয়ানার রাজভীর কাপুর হ্যাটট্রিক করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, প্রথম ও শেষ গোলটি করে যথাক্রমে লকসিৎ কাম্বুজ ও চিরাগ গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *