অডিয়ো-কাণ্ডে গ্রেফতার সিপিএম যুব নেতা কলতান দাশগুপ্ত

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক তিনি। সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্য এই যুব নেতা।

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো শুক্রবারই প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ বার তাঁকে গ্রেফতার করা হলো। শুক্রবারই পুলিশের হাতে ধরা পড়েছিলেন এক অভিযুক্ত সঞ্জীব দাস।

তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার ওই অডিয়োটি প্রকাশ্যে আনার সময়েই, ওই ফোনালাপের দু’জন ব্যক্তির একজনকে ‘স’ এবং অপরজনকে ‘ক’ বলে সম্মোধন করেছিলেন। তাঁদের মধ্যে একজন বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত এবং অপরজন অতি বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ। শুক্রবারই পুলিশের হাতে ধরা পড়েছিলেন এক অভিযুক্ত, সঞ্জীব দাস। সঞ্জীবের নামের আদ্যাক্ষর ‘স’। এর পর থেকেই চর্চা শুরু হয়েছিল ‘ক’ তা হলে কে?

গ্রেফতার হওয়ার পর কলতান বলেন, “নিশ্চয়ই এর পিছনে ষড়যন্ত্র আছে। না হলে, নির্যাতিতার বিচারের আসল আন্দোলনের থেকে এ ভাবে দৃষ্টি কেন ঘুরিয়ে দেওয়া হল?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *