ক্রীড়া প্রতিনিধি আগরতলা। টান টান উত্তেজনা পূর্ন ম্যাচ। গুড়ি গুড়ি বৃষ্টি । মাঠও খেলার পক্ষে অনুকূল ছিল না। লড়াই যে করতে হবে।দুই দলের মধ্যে লড়াইটা ছিল অপ্রতিদ্বন্দ্বী।কে গোলবারে বল ঢুকাতে পারবে। উভয় দলের ফুটবল খেলোয়াড়দের মধ্যে ছিল সেই লক্ষ্য । ফুটবল খেলোয়াড়দের পায়ে পায়ে বল, থ্রু থেকে শুরু করে বল পাস দেওয়া দক্ষতা যেন দেখার মতো উভয় দলের। অবশেষে ২-০ গোলে জয় হাসিল করে নিল বিলোনিয়া এক নং টিলা হৈচৈ। শনিবার বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। টুর্নামেন্ট হয় জিরতলী বনাম বিলোনিয়া এক নং টিলা হৈচৈ। খেলার প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় এর পক্ষ হয়ে গোল করে নাংবা। জিরতলি অনেক বার গোল দেওয়ার সুযোগ পেলেও আর পারেনি হৈচৈ এর অপ্রতিরোধ্য লড়াইয়ে। প্রথমার্ধে কোন গোল আর হয়নি । উভয় দলের গোলবারের দিকে বল গড়াতে থাকলেও ৪৫ মিনিটের মাথায় হৈচৈ এর পক্ষ হয়ে পারভেজ আরেকটি গোল করে।মোট দুটি গোল করে ফাইনালে বিলোনিয়া এক নং টিলা হৈচৈ।আগামী রবিবার বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত হবে ওরিয়েন্টাল প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচ খেলবে বিলোনিয়া এক নং টিলা হৈচৈ বনাম এপার বাংলা ওপার বাংলা। খেলা শেষে ফুটবল টুর্নামেন্ট কমিটির কনভেনার নেপাল চন্দ্র সেন, সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি খেলা উপভোগ করার আহ্বান জানান।