আগরতলা, ১৪ সেপ্টেম্বর : জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় গাড়ির ব্যাটারি সহ একটি বাইক পুলিশ উদ্ধার করেছে। পুলিশের ধারনা, চুরি যাওয়া ওই ব্যাটারি ও বাইক পাচারের উদ্দেশ্যে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল।
আজ শনিবার সংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে শুক্রবার গভীর রাতে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের পাশে প্রভুরামপুর জঙ্গলে গাড়ির চারটি ব্যাটারি সহ টিআর০১এএন৫৯৭১ নম্বরের বাইক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।
সাথে তিনি যোগ করেন, রেজিস্ট্রেশন নম্বর দেখে বাইকের মালিকের সাথে যোগাযোগ হয়েছে। কিছুদিন আগে ওই বাইক বিক্রি করে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।