ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মেগা ফুটবল টুর্নামেন্টের অভিনব সূচনা। বিগত বছরের ন্যায় এবারও সাংবাদিকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে ফাইভ-এ-সাইড এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এবার সর্বাধিক ৩২ টি দল অংশগ্রহণ করেছে। তিন দিন ব্যাপী প্রাইজমানি এই ফুটবল টুর্নামেন্ট। বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ দেওয়া হবে যথাক্রমে ১০ হাজার ও ৭০০০ এর মতো বড় অংকের প্রাইজমানিও। আজ, শুক্রবার জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে উদ্যোক্তাদের একটি প্রদর্শনী প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। উপভোগ্যকর প্রদর্শনী প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। জেআরসি-র সুমন সাহা প্লেয়ার অব দ্যা ম্যাচের ট্রফি পেয়েছে। ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৮ টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বিধায়িকা মীনা দেব সরকার, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি অমিত দেব, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্ত্তী, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত ভাষণ রাখেন টুর্নামেন্টের জয়েন্ট কনভেনার গৌতম ব্যানার্জি। বক্তৃতায় বিধায়িকা, টিএফএ সভাপতি ও টিএসজেসি সভাপতি প্রমূখ উদ্দ্যোক্তাদের এ ধরনের আয়োজনে ভূয়ষী প্রশংসা করেন এবং তা জারি রাখার প্রত্যাশা ব্যক্ত করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। জয়েন্ট কনভেনার বিরুপাক্ষ চৌধুরী ধন্যবাদ সূচক ভাষণ রাখেন। টুর্নামেন্টের প্রথম দিনে নকআউট পর্যায়ের চারটি ম্যাচে কিং ফুটবল ক্লাব, নেতাজি সামাজিক সংস্থা, যুবক সংঘ এবং ইভিনিং ফুটবল ক্লাব জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে। আগামীকাল, সকাল আটটা থেকে পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।