BRAKING NEWS

ষষ্ঠ নেকড়ে এখনও অধরা, বাহরাইচে মানুষখেকো জন্তুর হামলায় জখম এক মহিলা

বাহরাইচ, ১২ সেপ্টেম্বর (হি.স.): পঞ্চম মানুষখেকো জন্তু খাঁচাবন্দি হয়েছে, বাকি রয়েছে আর মাত্র একটি নেকড়ে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ষষ্ঠ নেকড়ে অধরা, তার আগে বুধবার রাতে বাহারাইচেই মানুষখেকো এই জন্তুর হামলায় জখম হয়েছেন ৫০ বছর বয়সী এক মহিলা। ওই মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর জখম ওই মহিলার নাম – পুষ্পা দেবী। পুষ্পাদেবীর স্বামী প্রতাপ বলেছেন, বুধবার রাত ১০-১০.৩০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। নেকড়ে তাঁর ঘাড় কামড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ওই মহিলার জামাই দীনেশ বলেছেন, “ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টা নাগাদ, তিনি ঘুমিয়েছিলেন। বাচ্চাদের মধ্যে একজন দরজা খুলে দিয়েছিল এবং নেকড়ে কোথাও লুকিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় নেকড়ে হামলা চালায়, চিৎকারে সবাই ছুটে এলে নেকড়ে পালিয়ে যায়।” বিগত বেশ কিছু দিন উত্তর প্রদেশের বাহরাইচ রেঞ্জের মাহসি তালুকার ২৫-৩০টি গ্রামে হামলা চালাচ্ছে নেকড়ে। ‘অপারেশন ভেড়িয়া’-র অধীনে ইতিমধ্যেই পাঁচটি নেকড়ে খাঁচাবন্দি রয়েছে, তবে ষষ্ঠ নেকড়ে এখনও অধরা। সম্ভবত সেই নেকড়ের হামলায় বুধবার রাতে জখম হয়েছেন ওই মহিলা, এর আগে মঙ্গলবার রাতে নেকড়ের হামলায় জখম হয় এক বালিকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *