ক্রীড়া প্রতিনিধি, সাবরুম।পূর্ণেন্দু শীল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হয়েছে বৃহস্পতিবার। স্থানীয় বিন্দাস বয়েজ সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মহকুমা ম্যাজিস্ট্রেট শিবজ্যোতি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ,প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের পিতা শিবু রঞ্জন দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মহকুমার মোট ২২ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আগামী ৬ অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ দেড় লক্ষ টাকা ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দল পাবে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম দিনে পরস্পর পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামেন আর্লি মর্নিং বনাম সিন্দুক পাথর প্লে সেন্টার। উদ্বোধনী ম্যাচে আর্লি মর্নিং ৩-২ গোলে সিন্দুক পাথর প্লে সেন্টারকে পরাজিত করেন।এখানে উল্লেখ্য গত ২৩ মে সাবরুমের কৃতি সন্তান তথা বিন্দাস ভয়েস সামাজিক সংস্থার অন্যতম সদস্য পূর্ণেন্দু বিকাশ দত্ত(বিল্টু) রাত এগারোটার দিকে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিদ্যুতের সার্ভিস লাইন ছিড়ে রাস্তায় পড়ে থাকার কারণে বিদ্যুতের তারে আটকে প্রাণ হারান। তার স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন।