করিমগঞ্জ (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সমিতি, পাওয়ার গ্রিড কর্পোরেশন বদরপুর ডিভিশনের সহযোগিতায় করিমগঞ্জ জেলার স্বাস্থ্য সেবা পরিকাঠামো উন্নয়ন প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। সম্প্রতি করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে পাওয়ার গ্রিড কর্পোরেশন থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর উদ্যোগের অধীনে ২ কোটি ৮০ লক্ষ ৮২ হাজার ৭৪৯ টাকার অনুদান দেওয়া হয়েছে। এই উদ্যোগ জেলার জনগণের জন্য স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিকে উন্নত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
প্রকল্পটি করিমগঞ্জের জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য সমিতির চেয়ারম্যান মৃদুল যাদব জেলার পক্ষে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনার্ভা দেবী আরামবাম, স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. সুমনা নাইডিং এবং পাওয়ার গ্রিড কর্পোরেশনের বদরপুর ডিভিশনের চিফ জেনারেল ম্যানেজার এস রাম মোহনা চারিয়া, এনএইচএম-এর ডিপিএম হানিফ মহম্মদ কৌসর আলম, ডিএমই সুমন চৌধুরী, জুনিয়র ইঞ্জিনিআর সুব্রত দাস, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এস রাম মোহনা চারিয়া তাঁর বক্তব্যে সিএসআর উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিকাঠামো, বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতকে উন্নত করতে পাওয়ার গ্রিড কর্পোরেশনের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কর্পোরেশনের সম্পৃক্ততার লক্ষ্য, প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবাগুলিকে উন্নতি করে জনগণের মঙ্গলে অবদান রাখা। প্রকল্পটি চলতি বছরের ৩০ জানুয়ারি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে, পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং জেলা স্বাস্থ্য সমিতির মধ্যে যৌথ প্রচেষ্টায় শুরু হয়েছে। এটি করিমগঞ্জে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে স্থির করা হয়েছে যা অত্যন্ত প্রয়োজনীয় পরিকাঠামো প্রদান করে। এতে স্থানীয় জনগণকে আগামী বছরের জন্য উপকৃত করবে।
অনুষ্ঠানে জেলাশাসক যাদব জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পাওয়ার গ্রিড কর্পোরেশনের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করে এটি অগণিত জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি জানান। জেলাশাসক এই সহযোগিতার দীর্ঘমেয়াদি সুবিধার ওপর জোর দিয়ে অংশীদারিত্ব এবং এর ফলাফলের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পাওয়ার গ্রিড কর্পোরেশনের সিএসআর নীতি বিভিন্ন ক্ষেত্রে জনগণের প্রয়োজনীয় উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে চলেছে। যার মধ্যে স্বাস্থ্যসেবা একটি মূল লক্ষ্য। করিমগঞ্জে এই প্রকল্পের সফল সমাপ্তি স্বাস্থ্যসেবার প্রতি কর্পোরেশনের স্থায়ী অঙ্গীকারের প্রমাণ।

