নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তাঁর বয়স ৭২ বছর ছিল। তিনি দিল্লি এইমস-এ সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সীতারাম ইয়েচুরি বর্ষীয়ান এই বাম নেতা হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছিলেন। গত ১৯ আগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল।

