অসমে ১৫ সেপ্টেম্বর থেকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষা, করিমগঞ্জের ৩৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৯,৬৪৪ জন, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ডিসি-এসপির

করিমগঞ্জ (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পদে লিখিত পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। গত বছর বহির্জেলায় পরীক্ষা কেন্দ্র থাকায় বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ উঠলে জেলাবাসীর দাবি মেনে এবার করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলার পাঁচটি জোনে মোট ৩৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১৯,৬৪৪। নির্বিঘ্নে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে কোনও ধরনের খামতি রাখছে না জেলা প্রশাসন। পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার সীমান্ত জেলা সফরে আসছেন সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর ওম প্রকাশ।

তাই আগে থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সহ পরীক্ষা কেন্দ্রগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে জেলাশাসকের কার্যালয় থেকে। পরীক্ষা পর্ব সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সব ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শিক্ষক, কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে এ সম্পর্কে নির্দেশিকাও জারি করেছেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠক।

পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে গত দুদিন ধরে জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। অন্যদিকে করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হল-এ এ ব্যপারে সম্প্রতি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্য অনুষ্ঠিত বৈঠকে করিমগঞ্জ জেলার অন্তর্গত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ, সুপারভাইজিং অফিসার এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে পরীক্ষার জন্য জারিকৃত নির্দেশিকা অনুসারে প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য সরকারের নিয়োগ কমিশন তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পদের জন্য ২০২৩ সালের অক্টোবর মাসে বিজ্ঞাপন প্রকাশ করেছিল। সেই বিজ্ঞাপন অনুযায়ী তৃতীয় শ্রেণির পদের জন্য ১৮ লক্ষ ১৫ হাজার এবং চতুর্থ শ্রেণির পদের জন্য ১৩ লক্ষ ৭০ হাজার আবেদনকারী অনলাইনে আবেদন করেছিলেন।

কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত তৃতীয় শ্রেণির এইচএসএলসি পর্যায়ের তৃতীয়পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণির চতুর্থ পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর সকাল ৯-টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

একই দিনে বেলা দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত হবে এইচএসএলসি পর্যায়ের ড্রাইভার পদের তৃতীয় শ্রেণির পঞ্চম পত্রের পরীক্ষা। চতুর্থ শ্রেণির এইচএসএলসি পর্যায়ের আইটিআই পাশদের জন্য প্রথম পত্রের পরীক্ষা ২৭ অক্টোবর সকাল ৯-টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত এবং অষ্টম শ্রেণি উত্তীর্ণদের দ্বিতীয় পত্রের পরীক্ষা বেলা দেড়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।