নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা – lV ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রস্তাব অনুমোদন করেছে।
যোগ্য ২৫০০০ সংযোগহীন বাসস্থানে নতুন সংযোগ প্রদানের জন্য ৬২,৫০০ কিলোমিটার রাস্তা নির্মাণ এবং নতুন সংযোগ সড়কে সেতু নির্মাণ অথবা উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের মোট ব্যয় হবে ৭০,১২৫ কোটি টাকা।
এর ফলে উপকৃত হবে ত্রিপুরাও। রাজ্যের প্রত্যন্ত ২২০টি জনবসতিতে সড়ক যোগাযোগ অন্তর্ভুক্ত করবে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।