BRAKING NEWS

এরালিগুলের দীনদয়াল মহাবিদ্যালয় এবং আর সি ইউ এন এন ই আর এর মধ্যে মউ চুক্তি স্বাক্ষর

করিমগঞ্জ (অসম) ১১ সেপ্টেম্বর (হি.স.) : এরালিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয় এবং আর সি ইউ এন-এন ই আর, গুয়াহাটির মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর সি ইউ এন-এন ই আর, গুয়াহাটির নির্বাহী পরিচালক ড. অশ্বিনী কুমার শর্মা । ড. শর্মা তার বক্তব্যে উল্লেখ করেন, এরালিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয় বরাক উপত্যকার সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে ইউনেস্কোর এই মউ চুক্তি সাক্ষরিত হয়। আর.সি.ইউ.এন-এন ই.আর, গুয়াহাটি এবং মহাবিদ্যালয়ের আই কিউ এস সি সেলের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই চুক্তির গুরুত্বপূর্ণ দিকগুলোকে তিনি তার ভাষণে তুলে ধরেন।   আঞ্চলিক শিক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রেও এই মৌ চুক্তি বিশেষ সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।উল্লেখ যে, এরালিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের সাথে ইউনেস্কো অ্যাসোসিয়েশন, গুয়াহাটির মউ চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত মহাবিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য কর্মী ও নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠান এবং বরাক উপত্যকাসহ পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত মোট ৩৫ জন ব্যক্তি এই মৌ চুক্তির ফলে উপকৃত হয় এবং ইউনেস্কোর লাইফ মেম্বারশিপ গ্রহণ করেন। এছাড়া মহাবিদ্যালয়ের অন্যান্য কর্মীরাও অদূর ভবিষ্যতে লাইফ মেম্বার হিসাবে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন।এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আর সি ইউএন-এনইআর, গুয়াহাটির নির্বাহী পরিচালক ড. অশ্বিনী কুমার শর্মার তথ্যসমৃদ্ধ বক্তৃতা। ড. শর্মা জাতিসংঘের সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য এবং দীনদয়াল মহাবিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি এইসব বিষয়ে কি ধরনের কাজের দ্বারা  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে বক্তৃতা প্রদান করেন। তিনি বিস্তারিত ভাবে ইউনেস্কো অ্যাসোসিয়েশনে লাইফ মেম্বারশিপ গ্রহণের সুবিধাগুলি সম্পর্কেও আলোচনা করেন। ড. শর্মার মতে, এই সদস্য পদ গ্রহণ শুধুমাত্র বিশ্বব্যাপী নেটওয়ার্কের সাথে প্রাতিষ্ঠানিক সম্পর্কে শক্তিশালী করে না, ব্যক্তিগত বিভিন্ন সুযোগও প্রদান করে। সেইসাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনুষ্ঠিত বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণের সুযোগ করে দেয়। লাইফ মেম্বারশিপ গ্রহণকারী সকল সদস্য ইউনেস্কো অ্যাসোসিয়েশনে যোগদানের সুযোগ দেওয়ার জন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. জয়শ্রী চক্রবর্তীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস / সমীপ কুমার দাস

হাইলাকান্দিতে মাইনর মিনারেল ডিস্ট্রিক্ট সার্ভে রিপোর্ট প্রকাশ

হাইলাকান্দি (অসম) ১১ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় মাইনর মিনারেল ডিস্ট্রিক্ট সার্ভে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জনসাধারণের পরিদর্শনের জন্য এই সার্ভে রিপোর্টhttps://hailakandi.assam.gov.in/latest ওয়েবসাইটে রাখা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই সার্ভে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *