বারুইপুর, ১০ সেপ্টেম্বর (হি. স.) : আর জি কর কাণ্ডের তদন্তে নেমে সিবিআই আর্থিক তছরুপের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করেছে আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। এই সন্দীপ ঘোষকে নিয়ে নানা ধরনের তথ্য একের পর এক উঠে আসছে। একদিকে যেমন তার বিলাশ বহুর বাংলো, ফ্লাট, বাড়ির হদিস মিলেছে তেমনি এবার সন্দীপ ঘোষ সম্পর্কে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সন্দীপ ঘোষ প্রাইভেট চেম্বার করে রুগী দেখতেন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের একটি পলিক্লিনিকে রীতিমত রোগী দেখতেন তিনি। এখনও পলিক্লিনিকের চিকিৎসক তালিকায় নাম জ্বলজ্বল করছে সন্দীপ ঘোষের। কিছুদিন আগে পর্যন্ত তিনি প্রতি সপ্তাহে আসতেন এই পলিক্লিনিকে রোগী দেখতে। তবে সন্দীপের কোন রেজিস্ট্রেশান নম্বর প্রেস্ক্রিপশানে ছিল না। এখন প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালের ডাক্তার বিনা রেজিস্ট্রেশন নাম্বারে প্রাইভেটে কোন চেম্বারে প্র্যাকটিস করতে পারেন কিভাবে তা নিয়ে। পলিক্লিনিকের তরফে বারবার কাগজপত্র চাওয়া হলেও তিনি দেননি বলে অভিযোগ তাঁদের।