ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বহু ছাত্রছাত্রী, পিছিয়েছে ষান্মাসিক পরীক্ষা, নতুন দিনক্ষণ ঘোষণা

আগরতলা, ১০ সেপ্টেম্বর : সাম্প্রতিক রাজ্যের বন্যায় বহু ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রাথমিক শিক্ষা দপ্তর ষান্মাসিক পরীক্ষার দিনক্ষণ পিছিয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরীক্ষা নেওয়া দিনক্ষণ ঘোষণা করেছে। আজ শিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারী করে একথা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির জন্য ষান্মাসিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। তাতে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়।  

কিন্তু রাজ্যের বিভিন্ন অংশে সাম্প্রতিক নজিরবিহীন বন্যার কারণে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছক। রাজ্য জুড়ে অভূতপূর্ব বন্যা পরিস্থিতির কারণে মারাত্মক ক্ষতির কথা বিবেচনা করে, ছাত্রদের সুবিধার্থে ষান্মাসিক পরীক্ষা দিনক্ষণ পুন:নির্ধারণ করা হয়েছে।আগামী ২২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরীক্ষা নেওয়া দিনক্ষণ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *