কলকাতা, ১০ সেপ্টেম্বর(হি.স.): আরজি কর কাণ্ডের একমাস পূর্তিতে দ্রুত বিচারের দাবিতে এবং অধরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তথ্যপ্রমাণ সরানোয় রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে আজ কলকাতার শিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল যাত্রা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের সদস্যরা এই মশাল যাত্রায় অংশগ্রহণ করেন এবং দোষীদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানান।
এবিভিপি-র দাবি, আর জি কর কাণ্ডের মূল অপরাধীরা এখনও অধরা এবং তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তথ্যপ্রমাণ সরানোর মাধ্যমে দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে দ্রুত বিচার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান এবিভিপি-র সদস্যরা।
মশাল যাত্রায় অংশগ্রহণকারীরা শ্লোগান দেন এবং সরকারের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানিয়ে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে যান। সংগঠনটি জানিয়েছে, তারা এই ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে যতদিন না আরজি কর কাণ্ডের দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয় এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।