BRAKING NEWS

মণিপুরের মৈরাঙে রকেট হামলার ঘটনায় আতঙ্ক জনমনে, ন্যায়বিচার চান নিহত যাজকের ছেলে

মৈরাং (মণিপুর), ৮ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তৰ্গত মৈরাং-এ কুকি জঙ্গিদের উচ্চক্ষমতা-সম্পন্ন রকেট হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত ৬ সেপ্টেম্বর মৈরাঙে উচ্চক্ষমতা-সম্পন্ন দূরপাল্লার রকেট হামলা চালিয়েছিল কুকি জঙ্গিরা। বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর আন্তঃজেলা সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে মাইরেম্বাম লেইকাই শহরে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মৈরাং কইরেং-এর বাসভবনে গিয়ে পড়ে। এতে জনৈক প্রবীণ যাজকের মৃত্যুর পাশাপাশি পাঁচজন আহত হয়েছিলেন। রকেটটি এম কয়রেং সিং-এর মূর্তির কাছে বিস্ফোরিত হয়। ফলে ব্যাপক ধ্বংস ও হতাহতের ঘটনা ঘটে।

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মৈরাং কইরেং-এর নাতি কেলভিন সেদিনের ভয়ঙ্কর ঘটনার বর্ণনা করতে গিয়ে বলেন, ক্ষেপণাস্ত্রের মিসাইল ঘরের দেওয়াল ভেদ করে ভিতরে ঢুকে ৭৮ বছর বয়সি আরকে রাবেই নামের একজন যাজকের শরীরে আঘাত করে। এতে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।

তিনি বলেন, ‘বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এতে বাড়িঘরের জানালা ভেঙে চুরমার হওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন বিস্ফোরণ ঘটে, তখন আমরা ঠাকুমার অস্তি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।’

এ ঘটনায় শোক ও ক্ষোভ ব্যক্ত করেছেন নিহত যাজকের ছেলে আরকে হেনরি। তিনি বলেন, ‘আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন। ছিলেন ধৰ্মীয় আচার-অনুষ্ঠানে নিবেদিতপ্ৰাণ। নৃশংসভাবে তাঁর মৃত্যু হৃদয় বিদারক। আমরা ন্যায়বিচার চাই। সরকারের কাছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *