পুণে, ৮ সেপ্টেম্বর (হি.স.): গণেশ চতুর্থী উপলক্ষ্যে পুজোয় মেতেছে গোটা দেশ। ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো। বিশেষ করে মহারাষ্ট্রের বিভিন্ন অংশে পালিত হচ্ছে এই উৎসব।
রবিবার জানা গেছে, এবার পুণের এক মন্দিরে গণেশ আরতিতে অংশ নিয়েছেন ৪২ হাজার মহিলা ভক্ত। একসঙ্গে আরতি করেন তাঁরা। পুণের শ্রীমন্ত দাগদুশেঠ হালওয়াই গণেশ মন্দিরে ৪২ হাজার মহিলা ভক্তর গণেশ আরতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।