ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ফটিকরায় দ্বাদশ শ্রেণির স্কুল মাঠে অনুষ্ঠিত বাদল বৈদ্য স্মৃতি প্রতিভা অন্বেষণ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুমারঘাটের সাধু চন্দ্রপাড়া। সাধু চন্দ্র পাড়া ফটিকরায়ের মুখোমুখি হয়। তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সাধু চন্দ্রপাড়া ম্যাচের উপর নিয়ন্ত্রণ কায়েম করে পরপর দুটি গোল দিয়ে দলকে চ্যাম্পিয়নের মর্যাদা এনে দেয়।এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সাধু চন্দ্রপাড়ার যুবরাজ রিয়াং। ম্যান ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ফটিকরায় দলের মুইয়া ডারলং। সেরা গোল রক্ষক নির্বাচিত হয় সাধু চন্দ্র পাড়ার হাম লোক রিয়াং। এই টুর্নামেন্টের ক বিভাগের খেলায় চ্যাম্পিয়ন হয় সোনালী সংঘ। দ্বিতীয় হয় কুসুম কলি একাদশ। দুই দলকে পুরস্কৃত করা হয়। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ত্রিপুরা দলের এক সময়কার সেরা খেলোয়ার আব্দুল গফুর, ক্রীড়া সংগঠক নাজমুল মিয়া, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সুদর্শন বৈদ্য, প্রধান শিক্ষক কৃষ্ণ পাল, জিবেন্দ্র মিত্র, জয়ন্ত মালাকার, প্রদীপ ভট্টাচার্য গপ্পাই মিঞা সহ প্রমুখ। বিজয়ী এবং রানার্স দলকে আর্থিক পুরস্কার এবং ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।