আলওয়ার, ৮ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের একাধিক এলাকায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে। প্রবল বর্ষণের জেরে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে জমেছে জল। তার মাঝে রাজস্থানের আলওয়ারে ভেঙে পড়ল বাড়ি।
জানা গেছে, রবিবার সকালে রাজস্থানের আলওয়ারে ভেঙে পড়ে একটি বাড়ির ছাদ। তবে বাড়ির বাসিন্দারা অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ধ্বংসাবশেষের নীচে কারওর চাপা পড়ার খবর মেলেনি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাড়িটি সংস্কার করা হয়নি দীর্ঘদিন।