গুয়াহাটি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন দুর্গাপুজোর মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে এবং ভ্রমণকারীদের যাত্রা সহজ করতে ‘পূজা স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। পূজা স্পেশাল ট্রেনগুলি কাটিহার-অমৃতসর-কাটিহার, রাঙাপাড়া নর্থ-প্রয়াগরাজ জংশন-রাঙাপাড়া নর্থ ও নারেঙ্গি-গোরখপুর-নারেঙ্গির মধ্যে চলাচল করবে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ শনিবার এক প্রেস বার্তায় এ খবর জানিয়ে বলেছেন, উৎসব স্পেশাল ট্রেন নম্বর ০৫৭৩৬ কাটিহার-অমৃতসর ১১টি ট্রিপের জন্য ১৮ সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বুধবার কাটিহার থেকে ২১.০০ ঘণ্টায় রও.ানা দিয়ে শুক্রবার ০৯.৪৫ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে। ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ট্রেন নম্বর ০৫৭৩৫ অমৃতসর-কাটিহার ১১টি ট্রিপের জন্য ২০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার অমৃতসর থেকে ১৩.২৫ ঘণ্টায় রও.ানা দিয়ে পরের দিন ২৩.৪৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় ট্রেনটি আরারিয়া কোর্ট, ফরবেশগঞ্জ, দারভাঙ্গা জংশন, গোরখপুর জংশন, গোন্ডা জংশন, বেরেইলি, রুরকি ও জলন্ধর সিটি স্টেশন হয়ে চলাচল করবে।
তিনি আরও জানান, উৎসব স্পেশাল ট্রেন নম্বর ০৫৮৩১ রাঙাপাড়া নর্থ-প্রয়াগরাজ জংশন ১০টি ট্রিপের জন্য ২৯ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক রবিবার রাঙাপাড়া নর্থ থেকে ০৯.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১২.৪০ ঘণ্টায় প্রয়াগরাজ জংশন পৌঁছবে। ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ট্রেন নম্বর ০৫৮৩২ প্রয়াগরাজ জংশন-রাঙাপাড়া নর্থ ১০টি ট্রিপের জন্য ৩০ সেপ্টেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক সোমবার প্রয়াগরাজ জংশন থেকে ১৭.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ২২.৫০ ঘণ্টায় রাঙাপাড়া নর্থ পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় ট্রেনটি রঙিয়া জংশন, নিউ বঙাইগাঁও, ফকিরাগ্রাম, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, নউগাছিয়া, খাগারিয়া জংশন, হাজিপুর জংশন, পাটলিপুত্র ও বক্সার স্টেশন হয়ে চলাচল করবে।
এছাড়া আরেকটি উৎসব স্পেশাল ট্রেন নম্বর ০৫৬৩৩ নারেঙ্গি-গোরখপুর চারটি ট্রিপের জন্য ৩ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নারেঙ্গি থেকে ১৩.২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৩.০০ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে। ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ট্রেন নম্বর ০৫৬৩৪ গোরখপুর-নারেঙ্গি চারটি ট্রিপের জন্য ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রত্যেক শুক্রবার গোরখপুর থেকে ২০.৫৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ২৩.১০ ঘণ্টায় নারেঙ্গি পৌঁছবে। ট্রেনটি রঙিয়া জংশন, কোকরাঝাড়, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, কাটিহার, খাগারিয়া জংশন, বারাউনি জংশন, সোনপুর, ছাপরা ও সিওয়ান জংশন স্টেশন হয়ে চলাচল করবে।
ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আদে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।