নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): ভাঙন ধরলো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)-তে। শুক্রবার এএপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন রাজেন্দ্র পাল গৌতম। দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, দেবেন্দর যাদব ও পবন খেরার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন রাজেন্দ্র পাল গৌতম।উল্লেখ্য, শুক্রবারই এএপি-তে ইস্তফা দিয়েছিলেন রাজেন্দ্র পাল গৌতম, এরপর তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস যোগ দেন। কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজেন্দ্র পাল গৌতম বলেছেন, “দুর্ভাগ্যবশত আমরা গত ১০ বছরে ধর্মীয় ও জাতিগত উম্মাদনা বৃদ্ধি দেখতে পাচ্ছি। দাঙ্গা হচ্ছে এবং দলিত, পিছিয়ে পড়া ও সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন। এমন এক সময়ে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় স্লোগান দিয়েছিলেন- ম্যা নফরাত কে বাজার মে মহব্বত কি দুকান খুলনে আয়া হুঁ। সেই স্লোগান আমার হৃদয় ছুঁয়ে গেল।” কেজরিওয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজেন্দ্র, তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল আমাকে সুযোগ দিয়েছেন এবং আমি দু’বার বিধায়ক হয়েছি। আমি এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু আমার লড়াই অন্য কোথাও – সামাজিক ন্যায়বিচারের ইস্যুতে।
2024-09-06

