BRAKING NEWS

শ্যামসুন্দর কোং চন্দ্র স্মৃতি লীগে আজ এগিয়ে চল – রামকৃষ্ণ, ফরোয়ার্ড – বুলেটস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ডিভিশন লীগ ফুটবলে আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ইতোমধ্যে টুর্নামেন্টের নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল প্রথম ম্যাচটি হয়ে গেলে দ্বিতীয় রাউন্ডে ৮টি দলের দুটি করে ম্যাচ খেলা হয়ে যাবে। আগামীকাল টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনে বিকেল সাড়ে তিনটায় দিনের প্রথম খেলায় এগিয়ে চল সংঘ এবং রামকৃষ্ণ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাইন বুলেটস  কে ২-১ গোলে হারিয়ে এগিয়ে চল সংঘ এক ধাপ এগিয়ে রয়েছে। প্রতিপক্ষ রামকৃষ্ণ ক্লাবকে প্রথম ম্যাচে ফরোয়ার্ড ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে নাইন বুলেটস এর কাছে ০-৩ গোলে হেরে পয়েন্ট খোয়াতে হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফ্লাডলাইটে দিনের দ্বিতীয় খেলায় ফরোয়ার্ড ক্লাব ও নাইন বুলেটস ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ফরোয়ার্ড ক্লাব প্রথম ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পেলেও দ্বিতীয় ম্যাচে ব্লাড মাউসের কাছে ০-২ গোলে হেরে কিছুটা পিছিয়ে পড়েছে। নাইন বুলেট ক্লাব ও প্রথম ম্যাচে এগিয়ে চলো সংঘের কাছে এক দুই গোলে হেরে পয়েন্ট খোয়ালেও দ্বিতীয় ম্যাচে রামকৃষ্ণ ক্লাব কে ৩-০ গোলে হারিয়ে পুরো ৩ পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। নিছক অর্থে আগামীকাল দুটি ম্যাচ-ই বেশ গুরুত্বপূর্ণ। দর্শকরাও মাঠে আসছেন খেলা দেখতে। সেটাও একটা ভালো দিক বলা যেতে পারে। আগামীকালের ম্যাচে এগিয়ে চলো বনাম রামকৃষ্ণ এবং ফরোয়ার্ড বনাম নাইন বুলেটস এর মধ্যে কোন দল জয়ের হাসি হেসে ঘরে ফেরে তাই এখন দেখার বিষয়। আগামীকাল দুটি ম্যাচেই ৪টি দল সাফল্যের লক্ষ্যে মাঠে নামবে। আজ বুধবার বিরতি পেয়ে প্রতিটি দলের খেলোয়াড়রা প্রয়োজনীয় অনুশীলনের ফাঁকে আগের ম্যাচের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করে নিজেদের মধ্যে তা সংশোধন করে নেওয়ার লক্ষ্যে মনোবল বাড়িয়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *