গুরুগ্রাম, ৪ সেপ্টেম্বর (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজল হরিয়ানার গুরুগ্রাম। প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে ভোগান্তির শিকার হয়েছেন বহু মানুষ। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বুধবার দুপুরে গুরুগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় জল জমে যায়, বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি তৈরি হয়েছে। পুরানো গুরুগ্রাম-দিল্লি এবং সোহনা সড়ক, রাজীব চক, হিরো হোন্ডা চক, সুবাস চক এবং আরও অনেক এলাকায় যানবাহন চলচল স্তব্ধ হয়ে পড়ে। নিচু এলাকাগুলো জলে তলিয়ে গিয়েছে।মঙ্গল ও বুধবারের মধ্যবর্তী রাতেও গুরুগ্রাম এবং এর আশেপাশের অঞ্চলের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিতে গুরুগ্রামে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হরিয়ানার ফরিদাবাদ, নুহ, পালওয়াল, ভিওয়ানি, চরকি দাদরি, ঝাজ্জার এবং রোহতকের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।