আগরতলা, ৩ সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগের দাবিতে কাঞ্চনপুর সরকারি ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করেছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা। তাতে,নিত্যযাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক। অতিসত্বর শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাস দিলে ছাত্র ছাত্রীরা শেষে বিদ্যালয়ে ফিরে গিয়েছে।
জনৈক ছাত্র জানিয়েছে, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নেই তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ এনে কাঞ্চনপুর সরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীরা ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করেছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা।
ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নেই। তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য বিদ্যালয়ে বদলি করা হচ্ছে। ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবিতে অবরোধে সামিল হয়েছে তারা। তাদের দাবি, অতিসত্বর বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। তা হলে শিক্ষক বদলি করা যাবে না। আগামী দুই দিনের মধ্যে দাবি পূরণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছে।

