নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩ সেপ্টেম্বর:
কুড়ি লক্ষাধিক টাকার নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত আসামের চুড়াইবাড়িতে। ঘটনায় ধৃত এক। এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।
ত্রিপুরা থেকে বহির্রাজ্যে পাচারের পথে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার নিষিদ্ধ গাঁজা বোঝাই লরি ধরা পড়ল করিমগঞ্জ জেলার আসাম চুড়াইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের হাতে। এতে আটক করা হয় লরি চালককেও। তার নাম সাহেবজী ত্রিপুরা। বাড়ি ত্রিপুরার আমবাসায়। একটি বারো চাকার সিমেন্ট বহনকারী লরি ত্রিপুরা গেট পেরিয়ে আসামের চুড়াইবাড়ি ওয়াচ পোষ্টে এলে গাড়িটিতে দলবল নিয়ে যথারীতি তল্লাশি চালান স্থানীয় গেট ইনচার্জ প্রণব মিলি।
এতে লরির ক্যাবিনে থাকা সিটের নিচ থেকে বিভিন্ন প্যাকেটে এক’শ দুই কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয়। যার কালোবাজারি মুল্য প্রায় কুড়ি লক্ষাধিক টাকার মত হবে বলে পুলিশ জানিয়েছে।এ কান্ডে পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

