BRAKING NEWS

আগামী দিনে ত্রিপুরার রাজ্যের একমাত্র ভবিষ্যত কংগ্রেস, আর কোনো দলকে ত্রিপুরার জনগন সুযোগ দেবে না” – সুদীপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর:
আগামী দিনে ত্রিপুরার রাজ্যের একমাত্র ভবিষ্যত কংগ্রেস। আর কোনো দলকে ত্রিপুরার জনগন সুযোগ দেবে না। ২৫ বছরের বাম শাসন দেখেছে রাজ্যবাসী, বিজেপি শাসন দেখছে, একমাত্র কংগ্রেস দলই সাধারণ মানুষের কথা ভাবেন। তাদের জন্য সবসময় থাকেন। রাজ্যের মানুষের খারাপ সময়ে শুধুমাত্র কংগ্রেস দলই মানুষের পাশে থাকে। মঙ্গলবার কংগ্রেস দলের বর্তমান অবস্থান নিয়ে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন একমাত্র কংগ্রেসই মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ফুড সিকিউরিটি অ্যাক্ট দিয়েছে কংগ্রেস, তাই আজ ৫ কেজি করে চাল দিতে পারছে জনগণকে। এমজিএন রেগা পাশ না করালে আজ গ্রামেগঞ্জে কাজ করতে পারত না জনগন। কাজের অধিকার, খাদ্যের অধিকার, বনাধিকার, জানার অধিকার সবকিছুই কংগ্রেসের দেওয়া। তাই উন্নয়ন একমাত্র কংগ্রেস দ্বারাই সম্ভব, এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক।

এছাড়াও চার রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেস খুবই ভালো অবস্থানে রয়েছে বলে জানান বিধায়ক। এদিকে রাজ্যের বিধানসভা অধিবেশনে বর্তমান বন্যা পরিস্থিতি, বেকার সমস্যা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কংগ্রেস দল কথা বলবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *