BRAKING NEWS

হাইলাকান্দিতে একাধিক ফলন চাষের গুরুত্ব ডোনার মন্ত্রকের কর্তার

হাইলাকান্দি (অসম) ২ সেপ্টেম্বর (হি.স.) : উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নে পতিত জমিতে মাকনা জাতীয় ফল এবং টিলা জাতীয় জমিতে ড্রাগেন জাতীয় ফল চাষ করে আয় বাড়ানোর জন্য পরামর্শ দিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব অংশুমান দে। তিনি সোমবার হাইলাকান্দির জেলাশাসকের সভাকক্ষে হাইলাকান্দি জেলায় উচ্চাকাঙ্ক্ষী জেলার প্রকল্পগুলি রূপায়ণ খতিয়ে দেখার সময় কৃষি বিভাগকে এ ধরনের উদ্ভাবনী মূলক মূল্যবান ফল চাষের জন্য  কৃষকদেরকে উদ্বুদ্ধ করার আবেদন জানান। কৃষকদেরকে চিরাচরিত ফলন চাষ বাদ দিয়ে উদ্ভাবনীমূলক নতুন নতুন বীজ দিয়ে অধিক ফলনশীল পণ্য উৎপাদনের জন্য কৃষি বিভাগকে এগিয়ে আসতে তিনি পরামর্শ দেন। কৃষি পণ্য বাজারজাতের জন্য উত্তর-পূর্ব পর্ষদ সম্প্রতি NERACE নামক একটি অ্যাপ চালু করেছে। গুগল থেকে এই অ্যাপ ডাউনলোড করে কৃষি পন্য বাজারজাতকরণের সহজ উপায় ব্যবহার করার সুযোগ নিতে তিনি পরামর্শ দেন কৃষকদেরকে। প্রশাসন থেকে জানানো হয় যে জেলায় পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি, মাশরুম চাষ ইত্যাদি সফল হয়েছে। জেলায় ৬৮ হাজার কৃষকদের মধ্যে এখন পর্যন্ত ২২ হাজার সয়েল হেলথ কার্ড ইস্যু করার প্রসঙ্গে ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব এই সয়েল হেলথ কার্ড আরো দ্রুত ইস্যু করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেবার পরামর্শও তুলে ধরেন। পিএইচ ইবিভাগ থেকে সভায় জানানো হয়েছে জেলায় ১ লক্ষ ৮১ হাজার ২৮১ টি পরিবারের মধ্যে এখন পর্যন্ত ১ লক্ষ  ৪৪ হাজার ২৩টি পরিবারের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুগ্ম সচিব সভায় শিক্ষা স্বাস্থ্য বিভাগের প্রকল্পগুলিও খতিয়ে দেখেন। সভায় আলোচনা প্রসঙ্গে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের নিরিখে রাজ্যের প্রথম দশটি জেলার মধ্যে হাইলাকান্দি জেলা সম্প্রতি স্থান করে নিয়েছে বলে জানান। সভায় ডিডিসি এল্ডাড ফাইরিম সহ সব এডিসি এবং বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।আগামীকাল মঙ্গলবার তিনি জেলায় রূপায়ণ করা প্রকল্পগুলির ফিল্ড ভিজিট  করবেন। উল্লেখ, উত্তর-পূর্ব পর্ষদের সচিব হিসেবে ও অংশুমান দে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *