BRAKING NEWS

কসবেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ভাদ্রমেলার উদ্বোধনপর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে মানুষকে আত্মনির্ভরকরার প্রয়াস নিয়েছে সরকার ঃ পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর ৷৷ পর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে আরও বেশী মানুষকে আত্মনির্ভর করার প্রয়াস নিয়েছে সরকার৷ কমলাসাগরে কসবেশ্বরী মন্দির ও তার পার্শবর্তী এলাকার উন্নয়নে ১৮ কোটি টাকা এবং ত্রিপুরেশ্বরী মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকার উন্নয়নে ৪০ কোটি টাকা ব্যয়ে এই দুটি জায়গাকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তোলা হচ্ছে৷ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় পর্যটন উন্নয়ন নিগম এই প্রকল্প রূপায়ণ করছে৷ গতকাল কমলাসাগরে কসবেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী ঐতিহ্যবাহী ভাদ্রমেলার উদ্বোধন করে পর্যটনমী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷ ভাদ্রমেলার উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, বিভিন্ন মেলা, উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষের মধ্যে সম্পীতি আরও সুুদৃঢ় হয়৷ ঐক্য, সংহতি ও সম্পীতি অক্ষুন্ন থাকলে যেকোন জায়গার উন্নয়ন ত্বরাণিত হয়৷ তাই রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য শান্তি, সম্পীতি অক্ষুন্ন রাখতে হবে৷ সাম্পতিক বন্যার কথা উল্লেখ করে পর্যটনমন্ত্রী বলেন, বন্যা বিধস্ত মানুষের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজ্য সরকারও ঝাঁপিয়ে পড়েছে৷ রাজ্য সরকারের এই কাজে সবাইকে সামিল হওয়ার জন্য পর্যটনমন্ত্রী আহ্বান জানান৷
দু’দিনব্যাপী ভাদ্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক অন্তরা সরকার দেব৷ বক্তব্য রাখেন খাদি ও গ্রামোন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুুশান্ত দেব৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস, সিপাহীজলা জিলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুুবত মজমদার, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *