বেহাল রাস্তা, সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ সেপ্টেম্বর: রাস্তার বেহালদশার কারণে প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা। এমনকি এই দুর্ঘটনার কারণে বিগত দিনে এ রাস্তায় প্রাণহানিও ঘটেছে। এরই মধ্যে গতকাল রাতে রাস্তার বেহাল অবস্থায় খাদে পড়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক বাইক চালক। তারই রেশ ধরে সোমবার সকালে পথ অবরোধে নামে স্থানীয় জনগণ। ঘটনা ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সম্মুখে ।

প্রসঙ্গত কৃষ্ণপুর স্কুলের সম্মুখ দিয়ে ধর্মনগর থেকে পানিসাগর যাতায়াতের মূল রাস্তাটি দীর্ঘদিন থেকে জরাজীর্ণ আকার ধারণ করেছে। ধর্মনগর থেকে পানিসাগর দীর্ঘ ১৫ কিলোমিটারের এই রাস্তার অধিকাংশ এলাকায় রাস্তা ভেঙ্গে ভেঙ্গে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে ধর্মনগর থেকে পানিসাগর কিংবা পানিসাগর থেকে ধর্মনগরে আসা বাইক থেকে শুরু করে যেকোনো যানবাহন দুর্ঘটনার কবলে পরছে প্রতিদিন।

কখনো গর্ত থেকে যানবাহনকে রক্ষা করতে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আবার কখনো গর্ত থেকে বাইক বাঁচাতে নিজেরাই দুর্ঘটনায় কবলে পরছে।এই জরাজীর্ণ অবস্থা নিয়ে বহুদিন থেকে ধর্মনগর পানিসাগর রোডের চলাচলরত উভয়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। এরই মধ্যে গতকাল রাতে পানিসাগরের মহকুমার উপ্থাখালির বাসিন্দা রাজেশ দাস ধর্মনগর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে নটা নাগাদ কৃষ্ণপুর স্কুলের সম্মুখে এসে রাস্তার বেহাল দশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে।

এই রেশ ধরে আজ সকাল সাড়ে  নটায় কৃষ্ণপুর স্কুলের সম্মুখে শুরু হয় পথ অবরোধ ।দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ ।অবশেষে প্রায় দু- ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর মহকুমার পূর্ত দপ্তরের এসডিও অলক দাস সাথে ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতি নাথ ও জয়ন্ত বিকাশ ধর। আগামী কাল থেকেই এ রাস্তা সারাই এর কাজ ধরা হবে বলে প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা পথ অবরোধ প্রত্যাহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *