নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ সেপ্টেম্বর: শান্তি সম্প্রীতির বার্তা দিলেন বিশালগড় সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সমাজ। সোমবার বিকেলে বিশালগড় কড়ুইমুড়া এলাকার আইনজীবী জয়দুল হোসেনের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বার্তা দিলেন বিশালগড় ইমাম অরগানাইজেশন সম্পাদক মৌলানা আব্দুল কাদির, সভাপতি মৌলানা দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা।
জানা যায় বেশ কিছুদিন যাবত বিশালগড় মহকুমা জুড়ে হিন্দুদের ধর্মীয় স্থানে একদল দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এ সমস্ত ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশালগড় মহকুমা। এদিকে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিশালগড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে প্রশাসনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছেন।
অন্যদিকে এ সমস্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের বার্তা দেন। পাশাপাশি হিন্দু-মুসলিমের মধ্যে যেন কোন রকম রাজনৈতিক উশৃংখল পরিস্থিতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এক সাংবাদিকের সম্মেলনের মধ্যে দিয়ে বার্তা দিলেন বিশালগড় ইমাম অর্গানাইজেশনর নেতৃত্বরা। সাংবাদিক তাছাড়া এদিনের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বরা।