নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: রাতের আঁধারে হঠাৎ নিমন্ত্রণ বাড়িতে আক্রমণ চালালো দুষ্কৃতিকারীরা। বাড়িতে থাকা অতিথিরা ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় বারোটা নাগাদ এনসিসি থানার অন্তর্গত কুমারী টিলা এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানার মামলা দায়ের করেছেন জয়ন্ত চক্রবর্তী।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবারে রাতে সমীরন কর্মকারের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন আইনজীবী রকি মুড়া সিং, ভিকি মুরাসিং, জয়ন্ত চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। তখন একদল দুষ্কৃতী সমীরণ কর্মকারের বাড়িতে প্রবেশ করে চিৎকার চেঁচামেচি শুরু করে। ঘরের ভেতরে প্রবেশ করে তারা কোন এক মেয়েকে খুঁজতে থাকে বলে অভিযোগ। ওই মেয়েকে না পেয়ে সাথে সাথেই দুবৃত্তরা ঘরের আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেয়। পাশাপাশি সমীরণ কর্মকারের বাড়িতে উপস্থিত অতিথি সহ সমিরনকেও বেধড়ক মারধোর করে। এই ঘটনাগুলো তর আহত হন মোট পাঁচজন। দুষ্কৃতিকারীদের সঙ্গে পুলিশের পোশাক পরিহিত দুজন ছিলেন অভিযোগ।
এদিকে ঘটনার খবর পেয়ে সিটি কন্ট্রোল থেকে এসে আহতদের উদ্ধার করে জিবিপি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ঘটনার বিবরণ দিয়ে জয়ন্ত চক্রবর্তী এনসিসি থানায় রবিবার সকালে মামলা দায়ের করেছেন। উনার বক্তব্য দুষ্কৃতিকারীরা বিজেপি দলের সমর্থক। তাদের মোবাইল ফোন নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। তবে কেন এ ধরনের আক্রমণ তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধে গোটা এলাকায়।