BRAKING NEWS

যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংঘটিত করতে হবে, সেটাই মূল লক্ষ্য: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: যুদ্ধ নয়, শান্তি চাই বলে ক্ষান্ত থাকলে হবেনা, এর মূল লক্ষ্য কি সেটি খুঁজে বের করতে হবে। যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংঘটিত করতে হবে, সেটাই মূল লক্ষ্য। রবিবার সিআইটিইউ রাজ্য কার্যালয়ে আলোচনা সভায় কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

প্যালেস্তাইনে গণহত্যা বন্ধ কর এ স্লোগান কে সামনে রেখে যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে রবিবার সিআইটিইউ রাজ্য দপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় সভায় প্যালেস্তাইনে যুদ্ধের প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মানিক সরকার। তিনি বলেন, বিগত সময়গুলিতে যুদ্ধ ছিলনা তা বললে ভুল হবে। যুদ্ধ তখনও ছিল, রাজন্য আমলে। তখন রাষ্ট্র দখলের জন্য যুদ্ধ সংঘটিত হতো। কিন্তু বর্তমানে পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে আরো শক্ত করার জন্য এই যুদ্ধ সংঘটিত হচ্ছে। এর বিরুদ্ধে গোটা বিশ্বকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করে যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে তোলাই বর্তমানে মূল লক্ষ্য হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *