মস্কো, ৩১ আগস্ট (হি.স.) : পূর্ব কামচাটকা উপদ্বীপের কাছ থেকে মাঝ আকাশে আচমকাই নিখোঁজ রাশিয়ার হেলিকপ্টার । তিনজন কর্মী সহ মোট ২২ জন ছিলেন ওই হেলিকপ্টারে। শনিবার হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই হেলিকপ্টারটির খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।জানা গিয়েছে, এদিন সকালে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি বেস ক্যাম্প থেকে কামচাটকার নিকোলভা গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল এমআই-৮টি হেলিকপ্টারটি। কিন্তু কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির সঙ্গে। সূত্রের খবর, যে এলাকা থেকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে, সেইসময় সেখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তাছাড়া ঘন কুয়াশাও ছিল। নিখোঁজ হেলিকপ্টারটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। পাশাপাশি একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। বিমান পরিবহণ সংক্রান্ত কোনও নিয়ম লঙ্ঘন করেছিল কি না হেলিকপ্টারটি, তা খতিয়ে দেখবে সেই কমিটি।