শান্তিরবাজার, ৩১ আগস্ট: সাব্রুম মনু এলাকায় ধর্ষিতা নাবালিকে দেখতে শান্তির বাজার জেলা হাসপাতালে গেলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যারা।
প্রসঙ্গত, সাব্রুম মহকুমার মনু এলাকায় নিকট আত্মীয়বাড়ীর লোকজনের দ্বারা ধর্ষনের শিকার হয়েছে শান্তির বাজার মহকুমার মুহুরীপুর এলাকার এক নাবালিকা। নাবালিকারে ধর্ষনের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মনু থানার মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ দুই নাবালককে গ্রেপ্তার করে। ধর্ষনের সঙ্গে জরিত প্রাপ্তবয়ষ্ক দুইজন পলাতক বলে জানা যায়। ধর্ষিতা নাবালিকা বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আজ মনু থানার পুলিশের সঙ্গে দেখা করলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যারা। তারা ধর্ষনের মামলা নিয়ে থানার পুলিশের সঙ্গে আলোচনা করলেন। আলোচনা শেষে শান্তির বাজার জেলা হাসপাতালে গিয়ে ধর্ষিতা নাবালিকার সঙ্গে কথা বললেন।
আজকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দের্বমা, সদস্য চামেলি সাহা, মনিকা দের্বমা সহ অন্যান্যরা।