BRAKING NEWS

বন্যার ক্ষয়ক্ষতি নিরুপনে আগত কেন্দ্রীয় দলের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরায় বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতি মূল্যায়নে গত ২৮ আগস্ট রাজ্যে আসে আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। দুইদিনে চার জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে শুক্রবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহার সাথে দেখা করে এই প্রতিনিধি দল। 

আলোচনায় এই কেন্দ্রীয় প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছে যে বন্যা পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট  ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেওয়া হবে।

বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য রাজ্য সরকারের অনুরোধ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো দলটি গত দুদিন ধরে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এবং খোয়াইয়ের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, এই কেন্দ্রীয় দলের রিপোর্ট ত্রিপুরার বন্যা-দুর্গত মানুষের জন্য আরও সাহায্য ও সহায়তার ক্ষেত্রে কার্যকরী হবে। এর জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ReplyForwardAdd reaction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *