ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শুরু ব্লাড মাউথ ক্লাবেরও। যদিও নূন্যতম গোলে জয়। তবে ফ্লাডলাইটে মাঠ ছিল যথেষ্ট উত্তেজনাপূর্ণ। প্রতিপক্ষ জুয়েলস এসোসিয়েশন। ব্লাড জুয়েলসের ম্যাচ দর্শকদের তেমন মন ভরতে পারেনি। তবে ন্যূনতম গোলের পাশাপাশি হলুদ ও লাল মিলিয়ে চারটি কার্ড মাঠের পরিবেশ কিছুটা হলেও প্রভাবিত করে তুলেছে। ফুটবলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে ব্লাড মাউথ ক্লাব নূন্যতম গোলের ব্যবধানে জুয়েলস এসোসিয়েশনকে পরাজিত করেছে। টানটান উত্তেজনাপূর্ণ প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্রতে নিষ্পত্তি হয়। তবে ইতোমধ্যে জুয়েলসের দীপক সিং কে রেফারী যথারীতি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্লাড মাউথের মহিবাম লাল চেম্বারকেও হলুদ কার্ড দেখান রেফারি। দ্বিতীয়ার্ধের দীর্ঘ সময়ও আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ গড়াতে থাকে। অনেকটা শেষ পর্যায়ে ব্লাড মাউতের নবকিশোর সিং একটি গোল করে দলকে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে ম্যাচের পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হলেও প্রতিপক্ষ জুয়েলসের পক্ষে গোল শোধ করার আর সুযোগ আসেনি। এদিকে গোলদাতা নবকিশঝর সিং কে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। তবে পরবর্তী মিনিটে জুয়েলসের বিষ্ণু কুমার মলসুমকে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। বিজয়ী দলের জিষ্ণু পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রক্তিম সাহা, সত্যজিৎ দেবরায়, বিশ্বজিৎ দাস ও আদিত্য দেববর্মা। দিনের খেলা: সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিবেণী সংঘ বনাম লাল বাহাদুর ব্যায়ামাগার।