BRAKING NEWS

৩৩ বছর পর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ আগস্ট: ৩৩ বছর পর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে। ১৯৯৩ সালের পর থেকে এই পঞ্চায়েতে কোনদিন কংগ্রেস জয় হাসিল করতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর তিরঙ্গা ঝান্ডা নিয়ে শ্রীনাথপুরের অলিগলিতে কংগ্রেসিরা বিজয় উৎসব পালন করল আজ।

বৃহস্পতিবার শ্রীনাথপুর পঞ্চায়েত অফিসে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে কংগ্রেস দলের নির্বাচিত সদস্য সুভাষ নমকে প্রধান ও জোট সঙ্গী আরমান আলিকে উপপ্রধান নির্বাচিত করা হয়। গৌরনগর ব্লকের আওতাধীন১৩ আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ৪, সিপিআইএম ৩, ও বিজেপি ৬ আসন দখল করে।

জোট বেঁধে লড়াই করে কংগ্রেস শ্রীনাথপুর পঞ্চায়েতে জয় হাসিল করে। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর উপস্থিত শ্রীনাথপুর বাসীর উদ্দেশ্যে প্রধান সুভাষ নমঃ বলেন যে, এই পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত জনগণের কাজ করার জন্য জনগণ ভোটে নির্বাচিত করেছেন সকলের জন্য দরজা উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *