BRAKING NEWS

দুইদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জগদ্বন্ধু আশ্রমে জন্মাষ্টমী উৎসব উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৮ আগস্ট: দুইদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশালগড়,নারাউড়াস্হিত প্রভু জগদ্বন্ধু আশ্রমে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়। এ উপলক্ষে ২৭ আগষ্ট মঙ্গলবার, সন্ধ্যায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমীর মাহাত্ম্য প্রসঙ্গে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষক ও প্রাবন্ধিক মিঠুন রায়।

তিনি বলেন,  পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন জীবের মঙ্গলের জন্য। তিনি অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তাঁর লীলা শ্বাশত। তিনি এই সমাজে লোক শিক্ষা নিমিত্ত এসেছেন।জগতে শ্রী কৃষ্ণই একমাত্র পুরুষ।বাকি সব প্রকৃতির অন্তর্গত। তাঁর চরণে সমর্পণের মধ্যে দিয়েই মানব জীবনের লক্ষ্য পূরণ সম্ভব।

পরবর্তী সময়ে শ্রী গোপাল বিগ্রহের অভিষেক ছাড়াও সন্ধ্যারতি অন্তে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ হয়। এ  উপলক্ষে নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। বুধবার,নন্দোৎসবের অঙ্গ হিসেবে মধ্যাহ্নে ভোগরাগ অন্তে ভক্তদের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।গোটা অনুষ্ঠানের পরিচালনায় ছিল নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ, বিশালগড় শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *