নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ আগস্ট: সাম্প্রতিক বন্যায় ঊনকোটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাসহরের মহাকুমা শাসক মঙ্গলবার সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
মঙ্গলবার ঊনকোটি জেলার বন্যার ক্ষতি ক্ষতির সংক্রান্ত বিষয় নিয়ে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার উনার চেম্বারে সাংবাদিক সম্মেলন করেছেন। সাথে উপস্থিত ছিলেন কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপার্সন শ্রীমতি চপলা দেবরায় ও ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি সোমা সূত্রধর ঘোষ।
বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাথে শ্রীরামপুর শরণার্থী শিবিরে একজন বয়স্ক লোক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন। মহকুমা শাসক জানান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই ক্ষতিপূরণ নিরূপণের কাজ শুরু হয়েছে।