নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রানির বাজারে ঘটে যাওয়া ঘটনায় বিরোধীরা রাজ্য বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। ত্রিপুরা রাজ্যে এ ধরনের কোন সংস্কৃতি নেই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বললেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।
তিনি বলেন, রানির বাজারে যে ঘটনা ঘটেছে সেই খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী গোটা ঘটনায় নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সেখানে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে প্রশাসনিক হস্তক্ষেপে খুব তাড়াতাড়ি সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু বিরোধী দলের নেতৃত্বরা এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, ত্রিপুরায় হিন্দু-মুসলমানরা শতাধিক বছরের বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ভাতৃত্ববোধ বজায় রেখে বসবাস করছেন। তাই রাজ্যের কঠিন পরিস্থিতিতে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য অন্যান্য বিরোধী দলদের আহ্বান জানান বিজেপির সাধারণ সম্পাদক।
পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী পঞ্চায়েত নির্বাচনে আটটি জেলার জেলা সভাধিপতি, সহ-সভাপতিদের নাম ঘোষণা করেন। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ঊনকোটি জেলার জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ধলাই জেলার জেলা পরিষদের জেলার সভাধিপতি সুস্মিতা দাস, খোয়াই জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সিপাহীজলা জেলার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, গোমতি জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবু দেবরায়, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।