নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ আগস্ট: আগামী ৬ সেপ্টেম্বর থেকে ঊনকোটি জেলার গকুলনগর স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে আপন স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। খেলার উদ্বোধন করবেন মন্ত্রী সুধাংশু দাস।
ঊনকোটি জেলার গকুলনগর স্কুল মাঠে বসছে ফুটবলের আসর। গকুলনগর প্লে-সেন্টারের উদ্যোগে আগামী ৬ আগষ্ট থেকে শুরু হচ্ছে এই ফুটবলের আসর। সম্প্রতি প্রয়াত হয়েছেন এই মাঠের তরুন খেলোয়াড় তথা এলাকার যুবক আপন দাস। তাই তার স্মৃতিতেই আপন স্মৃতি নকআউট নামেই হচ্ছে টুর্নামেন্ট।
খেলায় চ্যাম্পিয়ান দলের জন্য থাকছে ৫০ হাজার টাকা এবং রানার্স দলের জন্য থাকছে ২৫ হাজার টাকার নগদ অর্থ ও ট্রফি। সবকিছু ঠিকঠাক থাকলে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। খেলাকে ঘিরে মাঠ চত্তরে শুরু হয়েগেছে জোর প্রস্তুতি। রবিবার সাংবাদিক সম্মেলনে জানালেন খেলার আয়োজক তথা প্লে-সেন্টারের কর্মকর্তারা।