BRAKING NEWS

রূপনারায়ণ নদীতে তলিয়ে যাওয়া ট্রলার এখনও উদ্ধার হয়নি

নন্দকুমার, ২৬ আগস্ট (হি. স.) :‌  প্রায় পাঁচ দিন কেটে গেলেও এখনও সম্পূর্ণভাবে উদ্ধার করা গেল না রূপনারায়ণে তলিয়ে যাওয়া ট্রলার। যদিও দিন দুয়েকের প্রচেষ্টায় ক্রেনের সাহায্যে ওই ট্রলারটিকে খানিকটা পাড়ের দিকে টেনে আনার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এদিনও। প্রসঙ্গত, গত বুধবার সকালে পূর্ণিমার ভরা কোটালে প্রচন্ড জলের তোড়ে তলিয়ে যায় একটি পন্যবাহী ট্রলার। প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের পাথর বোঝাই নৌকাটি তলিয়ে যাওয়ার সময় কর্মরত ৯ জন শ্রমিকের প্রাণের সংশয় তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বেতালবসান এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। রূপনারায়ণের পাড়ে নোঙ্গর করা অবস্থায় ছিল ওই ট্রলারটি। এলাকার প্রায় ৯ জন শ্রমিকের ঘন্টা চারেকের প্রচেষ্টায় ওই ট্রলারেই পাচামি থেকে আসা প্রায় ৭০ টন ওজনের চিপস বোঝাই করছিল। আর তখনই আচমকা রূপনারায়নের বক্ষে জোয়ারের টানে জলোচ্ছ্বাস উপচে পড়ে। প্রচন্ড জলের স্রোত সামাল দিতে না পেরে নদীর পাড়ে বাধা মাল বোঝাই ট্রলার সহ পাড়ে থাকা আস্ত একটি গাছ হুড়মুড়িয়ে জলের স্রোতে ভেসে যায়। স্থানীয় বাসিন্দা পদ্মলোচন পট্টনায়ক বলেন, বিশাল ওই ট্রলারটি এখনো অব্দি সম্পূর্ণভাবে নদীবক্ষ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তলিয়ে যাওয়া ট্রলার টি উদ্ধারের চেষ্টায় ইতিমধ্যেই নদী বক্ষে বেশ কিছু পরিমাণ বোঝাই করা ইমারতি সামগ্রী ফেলে দেওয়া হয়েছে। বাকি সামগ্রী টলার থেকে খালি হলেই উদ্ধারের কাজ সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *