নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট:
আগামী ২৭ আগস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ২১ আগস্ট থেকে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদ্যালয় গুলি বন্ধ করার নির্দেশ জানানো হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে। সোমবার এক বিবৃতির মাধ্যমে শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা পুনরায় মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার বিষয়ে অবগত করেন।
তবে যেসব এলাকায় বিদ্যালয়গুলিতে শরণার্থীরা রয়েছেন বিদ্যালয় বন্ধ থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজ এবং প্যারামেডিকেল কলেজগুলিও ২৭ আগস্ট থেকে স্বাভাবিক ছন্দে খুলে দেওয়া হবে।