নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট:
বন্যা দুর্গত এলাকাগুলি সোমবার পরিদর্শন করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। অমরপুর বিধানসভা এলাকার বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শনের পর এদিন বিলোনিয়া বিধানসভা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিলোনিয়ায় বিভিন্ন শরণার্থী শিবির গুলি ঘুরে দেখে সেখানে উপস্থিত বন্যাকবলিত এলাকার সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি যারা ভূমিধসে গুরুতর ভাবে আহত হয়েছেন তাদের সঙ্গেও দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন সাংসদ।
পরিদর্শন শেষে সংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় এই ভয়াবহ বন্যার ফলে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। ঘরবাড়ি হারিয়ে তারা শরণার্থী শিবিরে আছেন। তাদের সঙ্গে দেখা করে তাদের যাবতীয় খোঁজখবর নিয়েছেন তিনি। তিনি বলেন রাজ্য সরকার ইতিমধ্যেই বন্যার ফলে যাদের মৃত্যু হয়েছে তাদের সরকারি সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে তাদেরও সহযোগিতার জন্য রাজ্য সরকার প্রয়োজনে সকল উদ্যোগ গ্রহণ করবে বলে জানান তিনি।