BRAKING NEWS

 বার পুজো দিয়ে প্রস্তুতি শুরু করলো ফরওয়ার্ড 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।রাখাল শীল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টের লড়াই শেষ হতেই, এবার শুরু হতে চলেছে চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে চলছে এখন অংশগ্রহণকারী দলগুলির মধ্যে জোরদার প্রস্তুতি। যদিও লীগে অংশ নিতে যাওয়া দলগুলির মধ্যে অধিকাংশ দলই অংশ নেয় নক আউট টুর্নামেন্টে। একমাত্র যেন এবছর ব্যতিক্রম ছিল রাজ্য ফুটবলের ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব ফরওয়ার্ড। ফুটবলারদের অনুপস্থিতির কারণে এবছর নক আউটে অংশ নিতে পারেনি ফরওয়ার্ড ক্লাব। তাই সরাসরি  ফরওয়ার্ড অংশ নেবে লীগ আসরে। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে বার পূজা দিয়েই শুরু করল ফরওয়ার্ড তাদের অনুশীলন। সোমবার আগরতলার নেতাজি স্কুল মাঠে ধর্মীয় রীতিনীতি মেনেই অনুষ্ঠিত হলো বার পূজা। এবছর মনিপুরের এক ঝাঁক ফুটবলারকে নিয়েই দল গঠন করেছে ফরওয়ার্ড। দলে মনিপুরের ফুটবলার রয়েছেন ১৪ জন। এছাড়া মিজোরামের একজন এবং স্থানীয় ফুটবলার রয়েছেন ৭ জন। মণিপুরের প্রশিক্ষক সুনীল কুমারের তত্ত্বাবধানেই ফুটবলাররা ময়দানে নামবেন। সহকারি প্রশিক্ষক হিসেবে রয়েছেন রাজ্যের প্রাক্তন ফুটবলার প্রণব সরকার। ট্রফি দখলের পাশাপাশি ফুটবলারদের ভালো খেলা উপহার দেয়ার প্রত্যাশা নিয়েই এ বছর ময়দানে নামবে ফরওয়ার্ড ক্লাব। এমনটাই জানালেন ক্লাবের সম্পাদক পার্থসারথি গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *