সোনামুড়ার বন্যা কবলিত গ্রামে ত্রাণ পৌঁছে দিতে বিএসএফ-এর নিঃস্বার্থ প্রচেষ্টা 

আগরতলা, ২৪ আগস্ট: সোনামুড়ার বন্যা কবলিত গ্রামে ত্রাণ পৌঁছে দিতে ৮১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানরা নিঃস্বার্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, বিএসএফের তাৎক্ষনিক প্রচেষ্টায় আজ কুল্লুবাড়িতে এক বিদ্যুৎকর্মীর প্রাণে বেঁচে গিয়েছে। আজ বিএসএফের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে। 

বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক বন্যা ত্রিপুরা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের অগণিত মানুষ অসহায় হয়ে পড়েছে। রাজ্যের লক্ষ লক্ষ জনগন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। ওই সমস্ত ত্রাণ শিবিরে বিশুদ্ধ জল বিতরণ, চিকিৎসা সরবরাহ করে যাচ্ছে বিএসএফ।  দুর্গাপুর নগর গ্রামের স্থানীয় জনগণের সাথে যৌথ প্রচেষ্টায় সীমান্তের কাছাকাছি এই গ্রামগুলিতে জল প্রবেশ রোধ করতে প্লাস্টিকের বালির ব্যাগ ব্যবহার করে অস্থায়ী ব্লক তৈরি করা হয়েছে। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিএসএফরের প্রচেষ্টায় এক বিদ্যুৎকর্মী প্রানে বেঁচে গিয়েছে। আজ কুল্লুবাড়ির বাসিন্দা জয়দেব বর্মণ (৫৮ বছর) এবং তারুনিয়া সাহা ওই এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে মেরামতের কাজ করছিলেন। মেরামতের সময় তারুনিয়া সাহা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার অধীনে বিওপি কুল্লুবাড়ির বিএসএফ তাৎক্ষণিক আহত ব্যক্তিকে উদ্বার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।