নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৩ আগস্ট: কল্যাণপুরে খোয়াই নদীর জলস্তর কমতেই কল্যাণপুর থানাধীন শান্তিনগর এর বড়ইগোটা গ্রামের নদী তিরবর্তী এলাকায় এক পচা গলা মৃত দেহ উদ্ধার এর খবর পাওয়া গেলো। মৃত দেহ টি একজন পুরুষের। কিন্তু পচাগলা।
খবর পেয়েই কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীদের সাথে নিয়ে পুলিশ মৃত দেহ টি উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।